মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় পর্যটক অপহরণের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে দীঘিনালা থানা পুলিশ।
৯ মাচ রোববার রাতে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী (চিটিং টিলা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীদের গ্রেফতার করে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, রাজশাহীর পুঠিয়া থানার বাসিন্দা মো. খলিলুর রহমানসহ আট বন্ধু ২ মার্চ সাজেক ভ্রমণের উদ্দেশ্যে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হন। ৩ মার্চ সকালে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে নয় মাইল এলাকায় পৌঁছালে অপহরণকারীরা তাদের গাড়ি থামিয়ে পাশের একটি আমবাগানে নিয়ে যায়।
অপহরণকারীরা সারা রাত আটকে রেখে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ৭ লাখ ২০ হাজার টাকা আদায় করে। খবর পেয়ে পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে বেলাল, আজিবুর রহমান, সহিদুল এবং সুফিয়া বেগমকে গ্রেফতার করে। অভিযানের সময় একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
অপহরণের শিকার মো. খলিলুর রহমান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিকভাবে অপহরণের দায় স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :