দীঘিনালায় নিখোঁজ শিশুকে ৬ দিন পর উদ্ধার


admin প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন /
দীঘিনালায় নিখোঁজ শিশুকে ৬ দিন পর উদ্ধার

 

সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা থানা পুলিশ এবং কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় নিখোঁজের ৬ দিন পর ১ বছর ৬ মাস বয়সী শিশু মো. রিহাদকে উদ্ধার করা হয়েছে।

জানা যায়, দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী বাঙালিপাড়া এলাকার শিশু রিহাদ গত ২১ নভেম্বর নিখোঁজ হয়। পরদিন, শিশুটির বাবা মো. গিয়াস উদ্দিন থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানা যায়, শিশুটি অপহৃত অবস্থায় কক্সবাজার জেলার চকরিয়া থানার এলাকায় রয়েছে।

এরপর দীঘিনালা থানা ও চকরিয়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করে। উদ্ধারকৃত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করা হয় এবং ৬ দিনের মধ্যে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ ডায়েরির আবেদনকারী ও অপহরণকারী আত্মীয় হওয়ায় তারা পরস্পরের বিরুদ্ধে কোনো অভিযোগ না করার সিদ্ধান্ত নিয়ে মুচলেকা দিয়েছেন।”

এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।