মো: সোহেল রানা
খাগড়াছড়ির দীঘিনালায় নবগঠিত কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডে এর অন্তর্বতীকালীন ৭ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠ ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয় ভবনের এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচিত সভায় সভাপতিত্ব করেন, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর পূর্বের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: নুর নবী সওদাগর। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ রানা, বর্তমান কমিটির সভাপতি জয়নাল আবেদীন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া, বর্তমান কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম, মো: যুবদলের আহবায়ক মো: মোতাবেক হোসেন, বাজার চৌধুরী জেসমিন চাকমা, বাঘাইহাট কাঠ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো: গোলাম মাওলা সহ আরো অনেকেই।পরিচিত সভার সভাপতি মো: নুর নবী সওদাগর নবগঠিত কমিটির সবাইকে পরিচয় করিয়েন দেন, এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাঠ ব্যবসায়ী জয়নাল আবেদীন কে সভাপতি এবং কাঠ ব্যবসায়ী মো: শরীফুল ইসলাম, মো: আলমগীর হোসেন, প্রসিত চাকমা, মিঠু চৌধুরী, মো: আনোয়ার হোসেন, মো: ফারুক মিয়াকে এই কমিটির সদস্য।
আপনার মতামত লিখুন :