দীঘিনালায় থানায় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ৯:১১ অপরাহ্ন /
দীঘিনালায় থানায় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: সোহেল রানা
আত্বশুদ্ধির মাস মাহে রমজান মানুষকে ধৈর্য্য আত্বসংযম মনের মাঝে বিনয়ী ভ্রাতৃত্ববোধ মনোভার সৃষ্টি করে। খাগড়াছড়ি দীঘিনালা থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে দীঘিনালা থানার আয়োজনে থানার অডিটোরিয়াম কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ৪ই বেংগলের উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ, দীঘিনালা সেনা জোনের এডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন । এ সময় দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো: শরিফুল ইসলাম, সাংবাদিক মো: সোহেল রানা, বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ উপজেলার সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও থানা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। থানা-পুলিশের এ ইফতার ও দোয়ায় মাহফিলে দেশের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন দীঘিনালা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও: জামালুল হাসান জামিল।