মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় তৃণমূল উন্নয়ন সংস্থা’র নতুন প্রকল্প ‘ফ্লাড ইমার্জেন্সি রেসপন্স ইন বাংলাদেশ’ এর পরিচিতি সভা সম্পন্ন হয়েছে।
বুধবার(১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে তৃনমূল উন্নয়ন সংস্থার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।
খাগড়াছড়ি তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে এ সভায় দাতা সংস্থা ঐঊকঝ ঊচঊজ প্রতিনিধি রাকিবুল আরেফিন স্বাগত বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম সরকার, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, কবাখালী ইউনিয়ন চেয়ারম্যান নলেজ চাকমা, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সুইচিং অং মারমার সঞ্চালনায় এ সভায় প্রকল্প সম্পর্কে কার্যক্রমতুলে ধরেন এমইএল অফিসার মানস ত্রিপুরা। উল্লেখ্য যে, চলতি বছরের আগস্টের বন্যায় প্লাবিত এলাকাগুলোতে ২০২৫ সালের জানুয়ারি হতে এপ্রিল মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে। বিশেষ করে মেরুং ও কবাখালী ইউনিয়নের প্লাবিত গ্রামগুলোতে জীবিকায়ন, ওয়াশ(ডঅঝঐ) ও শেল্টার নিয়ে কাজ করবে প্রকল্পটি।
আপনার মতামত লিখুন :