দীঘিনালায় তারুণ্যের উৎসব উদ্বোধন


admin প্রকাশের সময় : জানুয়ারি ৩, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ন /
দীঘিনালায় তারুণ্যের উৎসব উদ্বোধন

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় “তারুণ্যের উৎসব ২০২৫” উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের আয়োজনের অংশ হিসেবে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে সরকারি ও বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সেচ্ছাসেবী সংগঠনসমূহ অংশ নেয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে দীঘিনালা থানা বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে দিনব্যাপী মেডিকেল সেবা ক্যাম্প ও ১৫ দিনব্যাপী নানান আয়োজনের উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. মামুনুর রশীদ এবং সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দীন বিপ্লব।
আলোচনা সভায় ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, “দেশ স্বাধীনের আগে যতগুলো বিপ্লব হয়েছে, তরুণরা প্রতিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল রানা এবং দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রমূখ।