দীঘিনালায় তামাক চুল্লিতে আগুন! অল্পের জন্য রক্ষা পেল পুরোপাড়া


admin প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ন /
দীঘিনালায় তামাক চুল্লিতে আগুন! অল্পের জন্য রক্ষা পেল পুরোপাড়া

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় কবাখালী ইউনিয়নের পূর্ব হাচিনসনপুর এলাকার তামাক চুল্লিতে আকষ্মিক আগুন ধরে সম্পূর্ন পুড়ে গেছে তামাক চুল্লি অল্পের জন্য রক্ষা পেল! পুরো পাড়ার ঘরবাড়ি।
রবিবার(১৬মার্চ) রাত ৮টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব হাচিনসনপুর এলাকার মো: জয়নাল আবেদীন জুনু‘র বসবাড়িতে স্থাপন করা তামাক চুল্লিতে তামাক পাতা শুকানো শেষ মুহুতে হঠাৎ করে আগুন ধরে যায়। স্থানীয়রা লোকজন ফায়ার সার্ভিসে এর খরব দেয়। এইদিকে ফায়ার সার্ভিস আসতে আসতে স্থানীয় লোকজন তাদের সেলো পাম্প মেশিন ছড়ায় বসিয়ে তামাক চুল্লায় পানি দিতে থাকে এবং চুলার সংলগ্ন থাকা বসতঘর স্থাপনা ভেঙ্গে দেয়ার কারনে আগুন আশে পাশে বসতবাড়ি ঘরে ছড়িয়ে পড়তে পারে না। অল্পের জন্য রক্ষা পায় পুরো পাড়া। খবর পেয়ে কিছুক্ষনের দীঘিনালা ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা গাড়ি নিয়ে ঘটনা স্থলে চলে আসে তাদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আসে এবং নিভাতে সক্ষম হয়। এতে তামাক চুল্লিতে থাকা পাতার মূল্য দেড়লক্ষ টাকা হতে পারে।
তামাক চুল্লির মালিক মো: জয়নালা আবেদীন বলেন, তামাক পাতা শুকানো শেষ পর্যায় কালপরশু আগুন বন্ধ করে দিয়ে তামাক পাতা নামিয়ে ফেল। কি থেকে হঠাৎ আগুন ধরে গেছে বুঝতে পারি নাই। তামাক চুল্লায় যে পরিমান পাতা ছিল দেড়/দুই লক্ষ টাকা বেঁচা আসত।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পঙ্কজ কুমার বলেন, আগুনে খবর পেয়ে আমরা দমকল বাহিনী নিয়ে দ্রুত ঘটনা স্থালে পৌঁছি এবং স্থানীয়দের সহযোগীতা আগুন নিয়ন্ত্রনে এনে নিভাতে সক্ষম হই। অপরিকল্পিত ভাবে তামাক চুল্লিগুলো বসতবাড়ি কাছাকাছি স্থাপন করার কারনে বড় ধরনে দূর্ঘনা ঘটতে পারে। রাস্তাঘাট না থাকার কারনে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে।