মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীঘিনালা শাখার আয়োজনে সড়ক ও জনপদ বিভাগের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী দীঘিনালা শাখার সভাপতি মাওলানা হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মো. মিনহাজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ইসলামের বাণী সবার জন্য শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য প্রতিটি ধর্ম, বর্ণ, ও গোষ্ঠীর মধ্যে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছে।
“পাহাড়ি জনপদের আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলার জমিনে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করছে।”
উপজেলা শাখার সেক্রেটারি আক্কাস আলীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন:
- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
- জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ।
- খাগড়াছড়ি জেলা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ।
- রাঙ্গামাটি জেলা জামায়াতে ইসলামী মজলিসে শুরা সদস্য ও লংগদু উপজেলা আমীর মাওলানা নাসির উদ্দিন।
- ইসলামী ছাত্র শিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মো. মাঈন উদ্দিন।
সমাবেশে বক্তারা ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :