মো: সোহেল রানা:
হে ঈমানদারগণ ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর বানী ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) দীঘিনালা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়ায় মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: আক্কাস আলী মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মিনহাজুর রহমান বলেন, ‘দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই বলেই ধর্ষণ নিপীড়ন বৃদ্ধি পেয়েছে। দেশে বৈষম্যহীন শাসন প্রতিষ্ঠায় জামায়াত ইসলামীর বিকল্প নেই।’ মিনহাজুর রহমান আরো বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে দেশের মানুষ সুষ্ঠু বিচার পায়নি। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে দেশে সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা করবে।’ ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নিরিখে ধর্ম, বর্ণ, দল মত নির্বিশেষে সকলের জন্য কল্যাণমূলক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছে।বাংলাদেশকে আর কোন দূর্নীতিবাজ ফ্যাসিস্টের হাতে তুলে দেয়া যাবে না।’
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্যদেন খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী আব্দুস সাত্তার। ইফতার দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সহ- সভাপতি ছগির ফরাজির নেতৃত্বে ০৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জামায়াতে ইসলামির শহীদি কাফেলার মাগফেরাত কামনায় দোয়ায় মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামালুল হাসান জামিল। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, আইনজীবী, ওলামা মাশায়েখ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :