দীঘিনালায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ন /
দীঘিনালায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদান

মো: সোহেল রানা
খাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এ উপজেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষকদের সংবর্ধনা ও দীর্ঘ ১০ বছর কর্মজীবন শেষে উপজেলা সহকারী শিক্ষা অফিসার হ্যাপি চাকামা’র বদলীজনিত বিদায় প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এ উপজেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষকদের সংবর্ধনা ও দীর্ঘ ১০ বছর কর্মজীবন শেষে উপজেলা সহকারী শিক্ষা অফিসার হ্যাপি চাকামা’র বদলীজনিত বিদায় অনুষ্ঠানে শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বাবুছড়া আদর্শ সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকেশ দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলার সহকারী শিক্ষা অফিসার ও বিদায়ী অতিথি হ্যাপি চাকমা, কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন, দীঘিনারা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, বড় মেরুং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র নাথ, নাড়াইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জুনেল চাকমা, দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা প্রমূখ।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এর

দীঘিনালা উপজেলা পর্যায়ে পদক পেলেন যারা

ক্যাটাগরিঃ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

শিক্ষকের নামঃ প্রধান এ. কে. এমবদিউজ্জামান,                   

বিদ্যালয়ের নামঃ ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় 

ক্যাটাগরিঃ শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা

শিক্ষকের নামঃ প্রধান আকলিমা খাতুন               

বিদ্যালয়ের নামঃ ছোট মেরুং বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় 

ক্যাটাগরিঃ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক

শিক্ষকের নামঃ জগন্ময় ত্রিপুরা                 

বিদ্যালয়ের নামঃ কাঁঠালতলী আবাসিক সরকারী প্রাথমিক বিদ্যালয় 

ক্যাটাগরিঃ শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা

শিক্ষকের নামঃ লিলিকা ত্রিপুরা                 

বিদ্যালয়ের নামঃ সুধীর মেম্বার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় 

ক্যাটাগরিঃ শ্রেষ্ঠ কাব শিক্ষক

শিক্ষকের নামঃ বাপ্পু ত্রিপুরা                 

বিদ্যালয়ের নামঃ বোয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় 

ক্যাটাগরিঃ শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার

অফিসারের  নামঃ সঞ্চায়ন চাকমা                

বিদ্যালয়ের নামঃ উপজেলা শিক্ষা অফিস দীঘিনালা

ক্যাটাগরিঃ শ্রেষ্ঠ কর্মচারী

কর্মচারীর নামঃ পলাশ ত্রিপুরা                 

দপ্তরের নামঃ উপজেলা শিক্ষা অফিস দীঘিনালা

ক্যাটাগরিঃ শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়

বিদ্যালয়ের নামঃ দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।