দীঘিনালায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন


admin প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন /
দীঘিনালায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন

মো সোহেল রানা : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল। এটি কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়।

সোমবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জ্ঞান চাকমা, প্রচার সম্পাদক সামসু রানা, ছাত্রবিষয়ক সম্পাদক মনির হোসেন মনু, যুবদলের আহ্বায়ক মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি।

বক্তারা বলেন, পারভেজ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এ কর্মসূচিতে ছাত্রদলের পাশাপাশি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।