দীঘিনালায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার


admin প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ৯:৩০ অপরাহ্ন /
দীঘিনালায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় গাঁজাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ১০ এপ্রিল বৃহস্পতিবার  সকালে মেরুং ইউনিয়নের ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২২ বছর বয়সী নিলক ধন চাকমাকে গ্রেপ্তার করা হয়। তিনি মেরুং ইউনিয়নের পূর্বচন্দ্র কার্বারীপাড়ার বাসিন্দা এবং শুভা রঞ্জন চাকমার ছেলে।

পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক ফরিদুল আলম বাদী হয়ে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, নিলক ধন চাকমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করছে।”