দীঘিনালায় গাঁজাসহ যুবক আটক


admin প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন /
দীঘিনালায় গাঁজাসহ যুবক আটক

মো: সোহেল রানা
খাগড়াছড়ি দীঘিনালায় গাঁজাসহ এক যুবকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
বৃহস্পতিবার(১০এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফরিদুল আলম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিলক ধন চাকমা (২২) গাঁজাসহ আটক করে।
পুলিশসূত্রে জানাযায়, আটককৃত নিলক ধন চাকমা (২২) মেরুং ইউনিয়নের পূর্বচন্দ্র কার্বারী পাড়া শুভা রঞ্জন চাকমার ছেলে।
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফরিদুল আলম বাদী হইয়া এজাহার দায়ের করিলে দীঘিনালা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা রুজু করা হয়। এসময় তার শরীরের তল্লাশি চালিয়ে ৩শত গ্রাম গাঁজা পাওয়া যায়।
দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, গাঁজাসহ আটককৃত নিলক ধন চাকমা নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মাদ্রকে বিরুদ্ধে জিরো টরারেন্স হিসেবে পুলিশ কাজ করছে।