দীঘিনালায় কবাখালী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন /
দীঘিনালায় কবাখালী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি রোববার বিকেলে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চায় চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামাল জীবন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিবু চন্দ্র দে, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো. সোহেল রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা সোনামিত্র চাকমা এবং বিএনপি নেতা মো. শাহ আলম ভূঁইয়া।

আলোচনা সভায় প্রধান অতিথি সাইফ উদ্দিন বিপ্লব বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও সবল থাকার জন্য শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ করা জরুরি। অভিভাবকদের উচিত সন্তানদের মোবাইল ব্যবহারের সময় সীমিত রেখে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগ দিতে উৎসাহিত করা।”

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কার্যক্রম সম্পন্ন হয়।