মো: সোহেল রানা : “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্যকে ধারণ করে খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুষ্মিতা চাকমা সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা তথ্য আপা শরতি ত্রিপুরা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফ উদ্দিন বিপ্লব, স্থানীয় সরকার প্রকৌশলী কর্মকর্তা মো: শামসুল আলম, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, সাংবাদিক মো: সোহেল রানা এবং দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা।
আলোচনায় বক্তারা বলেন, সমাজে নারীদের সমান সম্মান দেওয়া উচিত। কন্যা শিশুদের অবহেলা না করে ছেলে সন্তানের মতো সমান অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষার মাধ্যমে নারীদের উন্নয়ন নিশ্চিত করা গেলে সমাজ আরও সমৃদ্ধ হবে।
আপনার মতামত লিখুন :