অসচ্ছল শিক্ষার্থীদের কাঠ ব্যবসায়ী সমিতির অনুদান


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৫, ৮:০৭ অপরাহ্ন /
অসচ্ছল শিক্ষার্থীদের কাঠ ব্যবসায়ী সমিতির অনুদান

 

মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় দারিদ্র্য ও অসহায় শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সহায়তায় অনুদান প্রদান করেছে স্থানীয় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি। ১০ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার বোয়াখালী নতুন বাজারস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে এ অনুদান হস্তান্তর করা হয়।
সমিতির সভাপতি শরিফুল ইসলাম জানান, দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা তৈরি করে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রাথমিকভাবে শিক্ষা সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।
দীঘিনালা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মোঃ মামুনুর রশীদ বলেন, “অর্থাভাবে অনেক শিক্ষার্থী ভর্তি হতে পারছে না। আমরা তাদের পাশে দাঁড়াতে ফান্ড সংগ্রহ করছি। কাঠ ব্যবসায়ী সমিতি আমাদের মাধ্যমে সহযোগিতা করেছে, এজন্য আমরা কৃতজ্ঞ।” তিনি আরও জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তিচ্ছু অসচ্ছল ৩০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।