মো: সোহেল রানা : খাগড়াছড়ি দীঘিনালায় গত ৭ দিনে ৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। উপজেলা মেরুং ইউনিয়নের মধ্য বেতছড়ি এলাকার মোছা: ফিরোজা বেগম (৬৫) ও দীঘিনালা ইউনিয়নের বড়াদম এলাকার রূপনা রানী চাকমা (৩০) দুইজন হাসপালে ভর্তি হয়ে অন্ত-বিভাগে চিকিৎসা নিচ্ছেন। ফিরোজা বেগম (৬৫) এলাকার বাহিরে কোথাও যায়নি বলে জানান, তবে ৪/৫দিন ধরে জ¦র নিয়ে হাসপাতালে আসেন। পরীক্ষা করার পরে ডেঙ্গু সনাক্ত হয়।
রোয়ালখালী ইউনিয়নের কামকুছড়া এলাকার বাবুধন চাকমা (৩০) ও উপজেলার জামতলী এলাকার মো: জাহেদ (১৭) পরীক্ষার করার পর ডেঙ্গু সনাক্ত হয়। ব্যবস্থা পত্র নিয়ে বহি-বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বড়িতে চলে গেছে।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স উপসহকারী মেডিকেল অফিসার মো: রাশেদুল আলম বলেন, ডেঙ্গু মশা রাতে কামড়ায় না, দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় ঘুম আসলে মশারী টাঙ্গিয়ে ঘুমাতে হবে এবং বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে, জমানো পানি রাখা যাবেনা। ডেঙ্গু জ¦র হলে শরীরে প্রচুর ব্যথা, বমি , পাতলা পায়খানা হতে পারে। প্রচুর পরিমান পানি, শাক সবজি ও ফলের মধ্যে পেঁপে বেশি খেতে হবে।
স্বাস্থ্য কমপ্লেক্স প: প: কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে দিনের বেলায় ঘুমালে মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। সতর্ক থাকতে হবে, জ¦র আসলেই পরীক্ষা নিরিক্ষা করে ঔষধ সেবন করতে হবে। উচ্চ মাত্রায় ডেঙ্গু হলে বমি, পাতলা পায়খান, নাকে-মুখে রক্ত আসতে পারে। প্রতিরোধ আর সচেতন হলে ডেঙ্গু জ¦র মারাত্বক আকার ধারনে করতে পারে না।
আপনার মতামত লিখুন :