দীঘিনালায় শেখ রাসেল দিবস উদযাপন


admin প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ন /
দীঘিনালায় শেখ রাসেল দিবস উদযাপন

দীঘিনালা প্রতিনিধি : শেখ রাসেল দীপ্তময়, নির্ভীক নির্মল দুর্জয় প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা শেখ রাসেল দিবস র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে।
১৮ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সহকারী কমিশন ভূমি আবুল হাসনাত খাঁন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোস্তঢা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: এনামুল হক প্রমূখ। শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে শেখ রাসেল এর স্মৃতি বিষয়ক প্রমান্য চিত্র ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সরাসরি লাইভে উপভোগ করে আগত অতিথিবৃন্দ। পরে শেখ রাসেল দিবস উপলক্ষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।