প্রতিনিধি : ত্রিপুরা সম্প্রদায়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ” তাদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় কমিটির ১৫তম দ্বি-বার্ষিক কাউন্সিল উদযাপন করেছে।
৩০ ডিসেম্বর সোমবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি গেইটে শেষ হয়। এরপর ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত এবং সংগঠনের দলীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।
এরপর আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা। উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. লক্ষীধণ ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
অনুষ্ঠানে খঞ্জন জ্যোতি ত্রিপুরাকে সভাপতি, সাগর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং আশিক রঞ্জন ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ২০২৫-২৬ মেয়াদের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য প্রফেসর মো. আব্দুল লতিফ, শেফালিকা ত্রিপুরা, ধনেশ্বর ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা এবং স্টুডেন্টস ফোরামের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :