প্রতিনিধি : বিএনপি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে পানছড়ি উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন দুলাল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. ওয়াজিবুল্য, এবং সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম।
বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা সবাইকে সতর্ক করে বলেন, দলের বিভাজন সৃষ্টি করতে কিছু লোক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সামনের নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :