তিন কন্যা সন্তানের জন্ম দিলেন নিশিকা চাকমা


admin প্রকাশের সময় : জানুয়ারি ৩, ২০২৫, ৭:১৬ অপরাহ্ন /
তিন কন্যা সন্তানের জন্ম দিলেন নিশিকা চাকমা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নতুন বাগান এলাকার বাসিন্দা নিশিকা চাকমা (৩৫) একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবজাতকদের মধ্যে দুইজন সুস্থ, আরেকজন কিছুটা অসুস্থ হলেও চিকিৎসাধীন রয়েছে। মা নিশিকা চাকমা সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২ জানুয়ারি বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি সদরস্থ হেল্থ কেয়ার হাসপাতালে প্রসব করেন নিশিকা চাকমা। হাসপাতালের গাইনোকলজিস্ট ডা. আশুতোষ চাকমা জানান, ভোর সাড়ে ৪টার দিকে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন নিশিকা। পরে সকাল সাড়ে ৬টার দিকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একে একে তিন কন্যা সন্তানের জন্ম হয়। মা সুস্থ আছেন, তবে নবজাতকদের মধ্যে একজন কিছুটা অপরিপক্ক এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। বর্তমানে তাদের চিকিৎসা খাগড়াছড়ি সদর হাসপাতালে চলছে।
নিশিকা চাকমার পরিবারের সদস্যরা জানান, এর আগে তাদের সংসারে চার কন্যা সন্তান ছিল। তিনি একবার যমজ কন্যা সন্তানও জন্ম দিয়েছেন। এবার একসঙ্গে তিন কন্যার জন্মের ফলে পরিবারে মোট কন্যা সন্তানের সংখ্যা দাঁড়িয়েছে সাত।
সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. ওমর ফারুক বলেন, তিন নবজাতকের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল, আর একজন শ্বাসকষ্টে ভুগলেও বর্তমানে তার অবস্থার উন্নতি হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করছে।