প্রতিনিধি: খাগড়াছড়িতে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মূল স্লোগান ছিল “দেশ বদলাই, পৃথিবী বদলাই”।
১ জানুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে পৌরসভার উদ্যোগে শহরের পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এ কার্যক্রম ১ জানুয়ারি থেকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। শহরের সুইসগেইট এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়, যা জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তদারকি করেন।
পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “তারুণ্যের উৎসবের মূল স্লোগান ‘দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এই উৎসব উপলক্ষে আজ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রত্যেক এলাকায় বর্জ্য অপসারণ করা হবে। একইসঙ্গে এলাকাবাসীদের অনুরোধ জানানো হবে, তারা যেন ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলেন এবং পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকেন। স্থানীয়দের সহযোগিতা ছাড়া শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। তাই সবার সহায়তা কামনা করছি।”
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, “বর্তমান সরকারের কর্মসূচির অংশ হিসেবে তারুণ্যের উৎসবকে ঘিরে খাগড়াছড়িতে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শহরের নালা-নর্দমা পরিষ্কার এবং বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এর উদ্দেশ্য হলো শহরবাসীর মধ্যে দায়িত্বশীলতা এবং সচেতনতা তৈরি করা। পরিচ্ছন্ন শহর গড়তে সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, “স্থানীয় ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে। শহরের আশপাশের বাসিন্দাদের এ কাজে উৎসাহিত করতে নানা উদ্যোগ নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :