তামাক চুল্লীর অবৈধ জ্বালানি কাঠ জব্দ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৪, ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন /
তামাক চুল্লীর অবৈধ জ্বালানি কাঠ জব্দ

 

দিঘীনালা প্রতিনিধি:
দীঘিনালা বন বিভাগ অবৈধভাবে তামাক চুল্লীতে ব্যবহারের জন্য নেওয়া ১৫৯.২৫ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে। অভিযান চলাকালে একটি জিপ গাড়ি থেকে এই কাঠ আটক করা হয়।

সোমবার সন্ধ্যায় নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান ও হাজাছড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় বোয়ালখালীর চৌমুহনী এলাকা থেকে কাঠগুলো জব্দ করা হয়, যা মেরুং এলাকার তামাক চুল্লীতে নেওয়া হচ্ছিল।

নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, তামাকের পাতা পুড়াতে অবৈধভাবে কাঠ ব্যবহারের সংবাদ পেয়ে অভিযান পরিচালিত হয়। এতে বোয়ালখালীর চৌমুহনী এলাকা থেকে ঢাকা গ ২৯০৪ নম্বরের কাঠ বোঝাই জিপ গাড়িটি আটক করা হয়। গাড়িতে ১৫৯.২৫ ঘনফুট জ্বালানি কাঠ ছিল। বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বন উজার রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন। বন বিভাগ জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।