খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : দীর্ঘ প্রায় দুই মাসের প্রতিযোগিতামূলক লড়াই শেষে খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে মিলল নতুন চ্যাম্পিয়ন। বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বেতছড়ি মারমা পাড়া একাদশ।
১৫ আগস্ট শুক্রবার বিকেলে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় বেতছড়ি মারমা পাড়া একাদশ ও বেলতলী পাড়া ফুরুংনি সাল একাদশ। গ্যালারিভর্তি দর্শকের করতালি ও উল্লাসে ভাসতে থাকা ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য ড্র হয়। পরবর্তী টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় বেতছড়ি মারমা পাড়া একাদশ।
শেষ মুহূর্তের প্রতিটি শটেই জমে ওঠে স্নায়ুক্ষয়ী লড়াই, আর প্রতিটি গোলের সঙ্গে দর্শক সারিতে বয়ে যায় উচ্ছ্বাসের ঢেউ। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সুন্দর ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি গ্যালারিতেও ছিল হাজারো মানুষের প্রাণবন্ত উপস্থিতি, যা এবারের টুর্নামেন্টকে করে তুলেছে স্মরণীয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিজেকেএস কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা, পশ্চিম গোলাবাড়ী ত্রিপুরা পাড়ার কার্বারি জ্ঞানেন্দ্র ত্রিপুরা, বিটিজেকেএস সদর শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা, ইউনিয়ন পরিষদ সদস্য রাম কুমার ত্রিপুরা প্রমুখ।
ফুটবলপ্রেমীদের কাছে এটি ছিল শুধু একটি ম্যাচ নয় বরং এক উৎসব- যেখানে প্রতিদ্বন্দ্বিতা, ঐক্য ও ক্রীড়ার সৌন্দর্য মিলেমিশে সৃষ্টি করেছে খাগড়াছড়ির ফুটবল ইতিহাসে আরেক উজ্জ্বল অধ্যায়।
আপনার মতামত লিখুন :