প্রতিনিধি: খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাই ও চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল-এর নির্দেশনায় পুলিশের দল বিভিন্ন অভিযানে অংশ নিচ্ছে। এ ধারাবাহিকতায় জেলা সদরের একটি টিম দ্রুততম সময়ের মধ্যে এক অভিযানে ছিনতাই মামলার আসামিকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ সূত্র জানায়, ১৪ নভেম্বর রাত সাড়ে ১১টায় বিকাশ ব্যবসায়ী মেনন ধর বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি গেইট এলাকায় পৌঁছালে ৩ জন ব্যক্তি তাকে ছুরিকাঘাত ও মারধর করে। তারা মেনন ধর-এর কাছ থেকে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, মোবাইল ফোন ও ট্যাবসহ ব্যাগ ছিনতাই করে। এ ঘটনার পর ১৭ নভেম্বর থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় ২ ডিসেম্বর গভীর রাতে খাগড়াছড়ি সদর থানার গঞ্জপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাটিরাঙ্গা তবলছড়ির গোরাঙ্গ পাড়ার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে মো. মীর হোসেন (২৬) আটক করা হয়। তার কাছ থেকে ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে অভিযুক্ত মীর হোসেনের বাসায় তল্লাশি চালিয়ে চুরি ও ছিনতাই করা বিভিন্ন সামগ্রী যেমন :- টমটমের ব্যাটারি, বৈদ্যুতিক তার, টিভি ও ফ্রিজ উদ্ধার করা হয়। অনেক ভুক্তভোগী প্রমাণ সাপেক্ষে তাদের চুরি যাওয়া জিনিসপত্র ফিরিয়ে নিয়েছেন।
পুলিশের বক্তব্য:
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মীর হোসেন তার অপরাধ স্বীকার করেছেন। এই ছিনতাইয়ের ঘটনায় আরও দুইজন সহযোগী জড়িত। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :