ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ


admin প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন /
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: সারাদেশের মতো খাগড়াছড়িতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার সকালে জেলা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে বিশাল ছাত্র সমাবেশ ও আলোচনা সভা আয়োজন করা হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
সমাবেশটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, এবং জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিনা জিনাত বিথী। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।