চাকরি পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন


admin প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ৬:১৫ অপরাহ্ন /
চাকরি পুনর্বহাল ও ক্ষতিপূরণের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, নিরপরাধ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল, এবং ক্ষতিপূরণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শহরের শাপলা চত্বরে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “স্বৈরাচারী সরকারের দোসররা দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা করে বিচার প্রক্রিয়ার নামে নিরপরাধ বিডিআর সদস্যদের প্রতি অন্যায় আচরণ করেছে। আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি নিশ্চিতকরণ এবং দোষারোপ ছাড়াই চাকরি হারানো সদস্যদের পুনর্বহাল ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের জোর দাবি জানাই।”
মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্য হাবিলদার আবুল হোসেন, আবু হাতের, উচাই মারমাসহ ৫৮ জন বিডিআর সদস্য ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এবং ন্যায়বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এই মানববন্ধনটি চাকরিচ্যুত সদস্যদের জীবনে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে তাদের সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে।