প্রতিনিধি : খাগড়াছড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করেছে জেলা পুলিশ। এ ঘটনায় আরও অন্তত সাতজন পালিয়ে গেছে। সোমবার (১০ মার্চ) রাতে জেলা সদরের ভাঙা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানায় ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা কখনো দৈনিক দিনকাল, দিগন্ত টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক পরিচয় দিলেও তারা কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। অভিযানকালে “গণতদন্ত” স্টিকার লাগানো একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে, যার নম্বর ঢাকা মেট্রো-গ-১১-৩৯৬৮।
আটক ব্যক্তিরা হলো-১. তোফায়েল আহমেদ (কুমিল্লার দেবিদ্বার),২. মেহেদী হাসান রিয়াদ (কুমিল্লা),
৩. মোক্তাদির হোসেন (খাগড়াছড়ির মানিকছড়ি) এবং ৪. আল আমীন (গুইমারা)।
মামলার বিবরণ:
মামলার তথ্য অনুসারে, সোমবার সকাল ১১টার দিকে অভিযুক্তরা একটি প্রাইভেটকারে করে দীঘিনালার রাকীব ও সেন্টুর ব্রিক ফিল্ডে যান। তারা নিজেদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ও দলের মিডিয়া সেলের সদস্য হিসেবে পরিচয় দিয়ে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করেন।
প্রথমে ব্রিক ফিল্ড মালিক সেন্টুর কাছে দুই লাখ টাকা দাবি করা হয়, যেখানে তিনি ভয় পেয়ে এক লাখ টাকা দেন। পরে বাদী মো. আলমগীর হোসেনের ব্রিক ফিল্ডে গিয়ে দুই লাখ টাকা চাওয়া হয়। তিনি এক লাখ টাকা দিতে চাইলে অভিযুক্তরা তা নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে ভয়ভীতি দেখায়।
পরবর্তীতে মালিক সমিতির সদস্যদের বিষয়টি জানানো হলে স্থানীয়রা জড়ো হলে অভিযুক্তরা আরও উত্তেজিত হয়ে ওঠেন।
প্রশাসনের প্রতিক্রিয়া:
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ জানান, ওই চারজন তার অফিসেও এসেছিলেন এবং নিজেদের বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধি বলে পরিচয় দেন।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
আপনার মতামত লিখুন :