গুইমারা উপজেলা বেসরকারি স্কুল, মাদ্রাসা শিক্ষক কর্মচারী পরিষদের কমিটি গঠিত


admin প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৩, ১২:০০ অপরাহ্ন /
গুইমারা উপজেলা বেসরকারি স্কুল, মাদ্রাসা শিক্ষক কর্মচারী পরিষদের কমিটি গঠিত

 

আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বেসরকারি স্কুল, মাদ্রাসার শিক্ষক কর্মচারী পরিষদের কমিটি গঠিত হয়েছে। ৫ অক্টোবর সকালে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে পরিষদের আহ্বায়ক হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্যচিং মারমার সঞ্চালনায় উপস্থিত শিক্ষক কর্মচারীদের সরাসরি সমর্থনের মাধ্যমে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীনকে সভাপতি ও সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজান আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার ১৫ টি স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।