গুইমারা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন /
গুইমারা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

মোঃ আবদুল আলী : গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী বিভিন্ন ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি আয়োজন করা হয়।

৭ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গুইমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম ও সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।

বক্তারা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে দিকনির্দেশনা দেন।