গুইমারা উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও দপ্তর পরিদর্শনের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার ২১ এপ্রিল গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন।
দুপুরে মাদ্রাসায় গিয়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক খোঁজখবর নেন এবং সমস্যাগুলোর দ্রুত সমাধানে উপজেলা নির্বাহী অফিসার, এলজিইডি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মাদ্রাসার ব্যবস্থাপনা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, এলজিইডির উপসহকারী প্রকৌশলী রুহুল কুদ্দুস নাঈম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন।
আপনার মতামত লিখুন :