আব্দুল আলী :
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর অভিযানে প্রায় ৯০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে সিগারেট, আতশবাজি ও শাড়ি।
৯ এপ্রিল রাতে, গোপন তথ্যের ভিত্তিতে ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা মেজর মিয়ান সাইফুল ইসলামের নেতৃত্বে একটি সি-টাইপ টহল দল খাগড়াছি থেকে ফেনীগামী এস.এ. পরিবহনের একটি গাড়িতে (ঢাকা মেট্রো উ-১৪০৭৯৯) তল্লাশি চালায়। গুইমারা এমপি চেকপোস্ট এলাকায় তল্লাশির সময় গাড়ির ভেতর থেকে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য পাওয়া যায়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—চার কার্টন শাড়ি, চার কার্টন আতশবাজি এবং ১৪ কার্টন ভারতীয় সিগারেট। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।
উদ্ধারকৃত পণ্যগুলো গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামাল থানায় হস্তান্তরের পর নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :