গুইমারায় রবি ও এয়ারটেল মোবাইল নেটওয়ার্ক বন্ধ, দুর্ভোগে হাজারো গ্রাহক


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন /
গুইমারায় রবি ও এয়ারটেল মোবাইল নেটওয়ার্ক বন্ধ, দুর্ভোগে হাজারো গ্রাহক

 আবদুল আলী : খাগড়াছড়ি জেলার গুইমারায় রবি ও এয়ারটেল মোবাইল নেটওয়ার্ক না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলতে থাকায় অনেকেই বিকল্প হিসেবে নতুন সিম নিচ্ছেন, তবে তাতেও দুর্ভোগ কমেনি বলে জানিয়েছেন এলাকাবাসী।

বুদং পাড়া গ্রামের বাসিন্দা শুক্কুর আলী জানান, মোবাইল নেটওয়ার্ক সমস্যার কারণে তার গাড়ির ব্যবসায় বিঘ্ন ঘটছে। বড়পিলাক গ্রামের মোটরসাইকেল চালক বাহা উদ্দীন বলেন, নেটওয়ার্ক না থাকায় যাত্রীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফলে বাইক নিয়ে বসে থাকতে হচ্ছে।

মোবাইল সংযোগ না থাকায় স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমে বিপর্যয় নেমে এসেছে। জরুরি ফোন কল করা সম্ভব হচ্ছে না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও যোগাযোগ ব্যাহত হচ্ছে।

একটি গোয়েন্দা সূত্র জানায়, চাঁদার দাবিতে ২২ জানুয়ারি ভোরে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্থানে মোবাইল টাওয়ার ও বিদ্যুৎ সংযোগ লাইন কেটে দেয়। এরপর থেকেই নেটওয়ার্ক সমস্যার সূত্রপাত। সাম্প্রতিক সময়ে গুইমারায় দুই দফায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে।

রবির হেল্পলাইনে যোগাযোগ করা হলে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল নোটিশ দেওয়া হবে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরী জানান, মোবাইল নেটওয়ার্ক না থাকায় জনদুর্ভোগ হচ্ছে, তবে কী কারণে নেটওয়ার্ক বন্ধ রয়েছে, তা জানা নেই। সংশ্লিষ্ট মোবাইল কোম্পানিগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।