গুইমারায় মোবাইল নেটওয়ার্ক সংকট- চরম ভোগান্তিতে এলাকাবাসী


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ৮:২৬ অপরাহ্ন /
গুইমারায় মোবাইল নেটওয়ার্ক সংকট- চরম ভোগান্তিতে এলাকাবাসী

 

আবদুল আলী : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় রবি ও এয়ারটেল মোবাইল নেটওয়ার্ক না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। মোবাইল সংযোগ না থাকায় হাজারো গ্রাহক বিপাকে পড়েছেন। এই অচলাবস্থার কারণে বিকল্প হিসেবে টেলিটক, গ্রামীণফোন ও বাংলালিংক সিমের চাহিদা বেড়ে গেছে, তবে পর্যাপ্ত সরবরাহ না থাকায় ক্রেতারা নতুন সিম কিনতে পারছেন না।
গুইমারার জালিয়াপাড়া, সিন্দুকছড়ি, হাতীমুড়া ও বাজার এলাকায় টেলিটক, গ্রামীণফোন এবং বাংলালিংক সিমের সংকট দেখা দিয়েছে।
জালিয়াপাড়া মা টেলিকম সেন্টারের মালিক আবদুর রাজ্জাক জানান, “গত দুই দিন ধরে রবি ও এয়ারটেল নেটওয়ার্ক না থাকায় দোকানে থাকা সব সিম বিক্রি হয়ে গেছে। ফলে এখন চাহিদামতো সিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না।” একই সমস্যা জানিয়েছেন গুইমারা বাজারের শান্তি টেলিকম ও রুবেল টেলিকমের মালিকরাও।
মোবাইল নেটওয়ার্কের এই সমস্যা শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক কার্যক্রমেও ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে। জরুরি প্রয়োজনে ফোন কল করা সম্ভব হচ্ছে না, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় গুইমারা উপজেলার জালিয়াপাড়া ও বড়পিলাক গ্রামের বাসিন্দারা—দুলাল হোসেন, জুয়েল আহমেদ, রফিকুল ইসলামসহ আরও অনেকে মোবাইল নেটওয়ার্ক সংকট এবং সিম না পাওয়ার দুর্ভোগের বিষয়টি জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান জানান।