খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিনজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ২২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গুইমারার ডাক্তার টিলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আকতার। অভিযানে আটক হওয়া তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা জরিমানা এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :