মোঃ আবদুল আলী : গুইমারা উপজেলা জামায়াতে ইসলামী ভিন্নধর্মালম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছে।
২৬ এপ্রিল শনিবার দুপুরে গুইমারা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা আমির ডা. রফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তব্য দেন গুইমারা উপজেলা ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি বিশ্ব কুমার ত্রিপুরা, গুইমারা কালী মন্দিরের পুরোহিত হারাধন ভট্টাচার্য, দেওয়ানপাড়ার চৌধুরীপাড়া বুদ্ধ বিহারের সভাপতি আলুঅং মারমা, কেন্দ্রীয় হরি মন্দিরের সাধারণ সম্পাদক শিবলু মজুমদার এবং চন্ডি মন্দিরের প্রধান উপদেষ্টা ভগিরত চন্দ্র দে বাবুল।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের জন্য এক নিরাপদ আশ্রয়স্থল। ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :