গুইমারায় তিনটি ইটভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধ ঘোষণা


admin প্রকাশের সময় : জানুয়ারি ৩, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন /
গুইমারায় তিনটি ইটভাটায় ৬ লক্ষ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধ ঘোষণা

আবদুল আলী : খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে গুইমারা উপজেলার আমতলী পাড়ায় অবস্থিত তারা ব্রিক্স, ফোর স্টার, এবং এসবিএম ব্রিকস নামের ইটভাটাগুলোর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আকতার।
ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৪ ধারার লঙ্ঘনের দায়ে ১৪ ধারায় প্রতিটি ইটভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেন। অভিযানে আরও জানানো হয়, ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে, গত ২৮ নভেম্বর ও ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে একই ভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জরিমানাও করা হয়। তবে প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় কার্যক্রম শুরু করায় এবার আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আকতার জানান, পরিবেশের সুরক্ষা এবং আইন মেনে চলার জন্য ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।