খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ৮:১৭ অপরাহ্ন /
খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি সদর সেনা জোন শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে। ২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলামের পক্ষে ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী এসব সামগ্রী বিতরণ করেন।
বিতরণকালে ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও মেধা উন্নয়নের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খাগড়াছড়ি সদর সেনা জোন শিক্ষার্থীদের উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিলন কান্তি চাকমাসহ অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।