খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা


admin প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন /
খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

 

মো: জাকের হোসেন : খাগড়াছড়ি জেলা তথ্য অফিসে’র আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ মার্চ বেলা ১২ ঘটিকায় সদর উপজেলার টিউফা আইডিয়াল স্কুল সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: কাবিল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, টিউফা স্কুলের প্রধান শিক্ষক ঘনশ্যাম দেওয়ান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,” ১৯৭১ সালের ২৫ মার্চ নৃশংস গণহত্যার মাধ্যমে তৎকালীন শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা বন্দোবস্ত করতে চেয়েছিলো। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে তাদের সেই লক্ষ্য পূরণ হয়নি। আমরা যদি সঠিক ও সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারি এবং আমাদের বর্তমান প্রজন্মকে আদর্শ নাগরিক হিসবে গড়ে তুলতে পারি তবেই মুক্তিযোদ্ধা ও শহীদদের স্বপ্ন পূরণ হবে।” মূখ্য আলোচক তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সময় খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে সংঘটিত সম্মুখ যুদ্ধের বর্ণনা তুলে ধরেন। অন্যান্য বক্তারা বলেন, ২৫ মার্চ কালোরাতে অগণিত বিভিন্ন পেশা শ্রেণীর মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। বাংলার দামাল ছেলেরা বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। এ স্বাধীনতা অটুট ও অক্ষুণ্ণ রাখতে যার যার অবস্থান থেকে আমাদের সচেষ্ট থাকতে হবে। উক্ত অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন।