খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা গ্রেপ্তার


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ৮:৫৩ পূর্বাহ্ন /
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোকনেশ্বর ত্রিপুরা গ্রেপ্তার

মো : নুরুন্নবী : খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১৭ ফেব্রুয়ারি সোমবার  রাত ৮টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের সুইচ গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দুই দফা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ছিলেন।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে খোকনেশ্বর ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২৩ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার ওপর হামলা, বিএনপির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার বাসভবন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে একাধিক মামলা রয়েছে।খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, জেলার বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, যেখানে আরও কয়েকজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত প্রায় শতাধিক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান দীর্ঘমেয়াদি হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ টহল বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।