খাগড়াছড়ির ৪ জয়িতাকে সম্মাননা প্রদান


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ন /
খাগড়াছড়ির ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

প্রতিনিধি : বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় খাগড়াছড়িতে ৪ জন নারীকে সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে সমাপ্ত হয়। এরপর পৌর টাউন হল মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়:

  • অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী: তাসলিমা আক্তার বিথী
  • শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: প্রত্যাশা চাকমা
  • সফল জননী: বিপুলা চাকমা
  • সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী: ক্রাঞো মারমা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, সচেতন নাগরিক কমিটির সদস্য মোহাম্মদ জহুরুল আলম এবং খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার।