খাগড়াছড়িতে য়াক্ বাকসা ক্লাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


admin প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন /
খাগড়াছড়িতে য়াক্ বাকসা ক্লাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধি:”ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও প্রগতি” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে য়াক্ বাকসা ক্লাবের ১২তম কাউন্সিল ও ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। ১ জানুয়ারি বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার কুমারধন পাড়ায় ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও বলংপানা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি নিবারাই ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, য়াক্ বাকসা ক্লাব প্রতিষ্ঠার পর থেকে এলাকার মানুষ নানাভাবে উপকৃত হয়েছেন। ক্লাবটি শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা আরও বলেন, “এই ক্লাব পারস্পরিক সহযোগিতা ও একতাবদ্ধতা বজায় রাখার পাশাপাশি ইতিবাচক কাজের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ক্লাবটি সদস্যদের মধ্যে আস্থা, পারস্পরিক নির্ভরশীলতা এবং সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক: মথুরা বিকাশ ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা: শ্যামল কান্তি ত্রিপুরা, পূর্ণ ভূষণ ত্রিপুরা, বেনুকা ত্রিপুরা, মিহির কান্তি ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ: সহ-সভাপতি খগেন্দ্র কিশোর ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ: সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, য়্কা বাকসা ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি: চন্দ্রনাথ ত্রিপুরা প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থেকে উৎসবকে সাফল্যমণ্ডিত করেন।