খাগড়াছড়িতে সরস্বতী পূজা উদযাপন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ন /
খাগড়াছড়িতে সরস্বতী পূজা উদযাপন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, সরস্বতী দেবী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী। তাই শিক্ষার্থীরা প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করে।

৩ ফেব্রুয়ারি সোমবার  খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।

প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ভক্তরা তাঁকে ঐশ্বর্য, বুদ্ধি, জ্ঞান, সিদ্ধি, মোক্ষ এবং শক্তির আধার হিসেবে পূজা-অর্চনা করে থাকেন।

গতকাল রবিবার সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়ে সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে শেষ হয়। এ উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দিরে পূজার আয়োজন সম্পন্ন হয়।

খাগড়াছড়ির বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজা উদযাপিত হলেও জেলা সদরের খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, সরকারি কলেজ প্রাঙ্গণসহ সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকাগুলো ছিল উৎসবের কেন্দ্রবিন্দু।

উদযাপন কমিটির প্রতিনিধি উপমা সেন বলেন, “আমরা বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান লাভের জন্য প্রতিবছর মা সরস্বতীর পূজা করে থাকি।”

রুমি দাস বলেন, “সরস্বতী আমাদের বিদ্যার দেবী। প্রতিবছরের মতো এবারও আমরা সহপাঠীদের নিয়ে পূজা উদযাপন করেছি। আমরা মায়ের কাছে প্রার্থনা করেছি, যেন জ্ঞান ও গুণে ভালো মানুষ হতে পারি।”

এইচএসসি পরীক্ষার্থী জুঁই ত্রিপুরা বলেন, “আমাদের পরীক্ষা সামনে, তাই আমরা মা সরস্বতীর কাছে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রার্থনা করেছি।”

মনিষা বড়ুয়া বলেন, “সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী। প্রতি বছর আমরা বইপুস্তক ও পূজা দিয়ে জ্ঞান লাভের জন্য তাঁর কাছে প্রার্থনা করি।”

বৈশাখী ঘোষ বলেন, “প্রতি বছর আমরা খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে এই পূজা উদযাপন করি। এবারও আমরা নিজেরাই আয়োজন করেছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা সরস্বতী দেবীর কাছে অসীম জ্ঞান ও বিদ্যা লাভের প্রার্থনা করেছি।”

পূজার পৌরোহিত জানান, “সরস্বতী দেবী বিদ্যার অধিষ্ঠাত্রী। তিনি সৃষ্টিদেবতা ব্রহ্মার সহধর্মিণী এবং লক্ষ্মী ও পার্বতীর সঙ্গে ত্রিদেবীর অন্যতম। সরস্বতী শব্দটি ‘সার’ ও ‘স্ব’ থেকে এসেছে, যার অর্থ—যিনি মানুষের মধ্যে সারবস্তুর জ্ঞান প্রকাশ করেন।”

খাগড়াছড়িতে এবারের সরস্বতী পূজা ধর্মীয় উৎসবের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন আয়োজন হয়ে ওঠে।