প্রতিনিধি : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। ২১ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৪টায় খাগড়াছড়ি শহরের পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই মেলা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় প্রায় ২৫টি স্টল রয়েছে, যেখানে জেলা প্রশাসন, জেলা গণগ্রন্থাগার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় গ্রন্থাগার ও লাইব্রেরি অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, একুশে ফেব্রুয়ারি ভাষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আমাদের গৌরবের অংশ। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি বইমেলা আয়োজনের, যা বাস্তবায়ন করা হয়েছে। তরুণ ও শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এই মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সন্তানদের মোবাইল ফোনের প্রতি আসক্তি কমিয়ে বই পড়ার প্রতি আগ্রহী করতে হবে। মোবাইল গেমস, মাদক ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে বইমেলা সহায়ক হবে। ভবিষ্যতে এই মেলার সময়সীমা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :