খাগড়াছড়িতে মাদকসহ শান্ত মল্লিক আটক


admin প্রকাশের সময় : জানুয়ারি ৩, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন /
খাগড়াছড়িতে মাদকসহ শান্ত মল্লিক আটক

আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ি সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে শান্ত মল্লিক (৩০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ২ জানুয়ারি দুপুর ১টার দিকে খাগড়াছড়ি সদর থানাধীন নিউজিল্যান্ড পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিদ্যুৎ বিহারী নাথের নির্দেশনায় গঠিত রেইডিং দলের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানটি পরিচালনা করেন। অভিযানে শান্ত মল্লিকের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড পাড়ার বাসিন্দা তপন মল্লিকের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিদ্যুৎ বিহারী নাথ জানান, মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। শান্ত মল্লিককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।