জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি:
“মাত্রা, নারীর স্বস্তির যাত্রা” এই মূলনীতিতে উদ্বুদ্ধ হয়ে খাগড়াছড়িতে অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় সেলাই মেশিন, মেধাবী গরিব শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ এবং শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ করেছে “মাত্রা”।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও “মাত্রা”র পরিচালক প্রফেসর ফেরদৌসী পারভীনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিনামূল্যে ১২টি সেলাই মেশিন, ১০০টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র, চম্পাঘাট শিশু সদনের ৩৫ জন অনাথ শিশুর জন্য শিক্ষা উপকরণ এবং ৫৩ জন অস্বচ্ছল শিক্ষার্থীর জন্য স্কুল ড্রেস বিতরণ করা হয়। এসব সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এবং পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ, খাগড়াপুর মহিলা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শাপলা দেবী ত্রিপুরা, এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. জসীম উদ্দিন জয়নালসহ উপকারভোগীরা।
অতিথিরা বলেন, মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী উদ্যোগ সবাইকে অনুপ্রাণিত করবে। পাহাড়ি অঞ্চলে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে “মাত্রা”র এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়।
“মাত্রা”র পরিচালক প্রফেসর ফেরদৌসী পারভীন বলেন, “অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে পাহাড়ি এলাকার অনেক নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন না। তাদের পাশে দাঁড়াতেই আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। অসহায় নারীদের আত্মনির্ভরশীল করতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, অনাথ ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।”
“মাত্রা”র এই উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :