খাগড়াছড়ি জেলা সদর অপর্ণা চৌধুরী পাড়ায় বাড়ির উঠানের বালুর স্তুপ থেকে শিশুর লাশ উদ্ধার


admin প্রকাশের সময় : মার্চ ৮, ২০২৫, ১০:৪২ অপরাহ্ন /
খাগড়াছড়ি জেলা সদর অপর্ণা চৌধুরী পাড়ায় বাড়ির উঠানের বালুর স্তুপ থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি।। খাগড়াছড়ি পৌর এলাকার অপর্ণা চৌধুরী পাড়ায় ১২ বছর বয়সী এক শিশু গৃহপরিচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে বাড়িতে রেখে সকাল সাড়ে ১১টার দিকে বাইরে যান গৃহকর্ত্রী মাসিনু মার্মা। ঘণ্টাখানেক পর ফিরে এসে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে এক প্রতিবেশীর সহায়তায় দেয়াল পার হয়ে গেট খোলেন। তখন বাড়ির উঠানে বালুর স্তুপে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

দুপুরে ঘটনা ঘটলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যার আগে মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত শিশুটি গুইমারা উপজেলার দেওয়ানপাড়ার বাসিন্দা। এক বছর আগে তাকে ওই বাড়িতে গৃহপরিচালক হিসেবে আনা হয়েছিল।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তদন্তের পর জানা যাবে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।