খাগড়াছড়িতে তরুণদের উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ক কর্মশালা


admin প্রকাশের সময় : জানুয়ারি ২১, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন /
খাগড়াছড়িতে তরুণদের উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

প্রতিনিধি : খাগড়াছড়িতে ইউএনডিপির উদ্যোগে দুইদিনব্যাপী তরুণদের উদ্ভাবনী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বৃদ্ধি, সংহতি এবং সম্পর্ক উন্নয়ন বিষয়ক একটি কর্মশালা সম্পন্ন হয়েছে।
২০ জানুয়ারি সোমবার দুপুরে খাগড়াছড়ি সদরস্থ রেডক্রিসেন্ট কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। তিনি তরুণ ও যুবসমাজের শিক্ষা, সংস্কৃতি ও অগ্রগতির পাশাপাশি বিশ্বব্যাপী চলমান সমস্যা এবং সেগুলোর সমাধানে কীভাবে তারা ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোকপাত করেন।
বিদ্যুৎ বিহারী নাথ কর্মশালায় মাদক অপরাধ প্রতিরোধে তরুণদের ভূমিকা, সাইবার ক্রাইমের বিস্তার এবং সাইবার ক্রাইমের শিকার হলে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “সম্প্রতি সাইবার ক্রাইমের পাশাপাশি তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতাও বাড়ছে। এমন পরিস্থিতিতে ইউএনডিপির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা তরুণদের সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছি, যেন তারা নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে কোনো বাধার সম্মুখীন না হয়।”
বিদ্যুৎ বিহারী আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকাণ্ডে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই কর্মশালা তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানে আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।