খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ন /
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রতিনিধি : বাংলাদেশের শীত ঋতু তার নিজস্ব বৈচিত্র্য নিয়ে আসে। হিমেল হাওয়া আর কুয়াশার চাদরে ঢাকা এই ঋতুতে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতের তীব্রতা অনুভূত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলাও এর ব্যতিক্রম নয়। এসময় হতদরিদ্র ও অসহায় মানুষরা শীতের তীব্রতায় ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন।

এই পরিস্থিতি বিবেচনায় খাগড়াছড়ি জেলা পরিষদ উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ৭ ডিসেম্বর শনিবার  বিকেলে জেলার গোলাবাড়ী ইউনিয়নের গোলাবাড়ী ও ঠাকুরছড়া এলাকায় অসহায় পরিবারের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। শীতবস্ত্র বিতরণ শেষে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী যেমন ব্যাডমিন্টন ও ভলিবল বিতরণ করা হয়। পাশাপাশি তিনি স্থানীয় একটি লাইব্রেরি পরিদর্শন করেন।

এ সময় জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য রাম কুমার ত্রিপুরা, এবং ঠাকুরছড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।