প্রতিনিধি: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে হতদরিদ্র ও অসহায় মানুষদের জীবনযাত্রায় শীতের প্রভাব আরও প্রকট হয়ে উঠেছে। অনেকেরই শীত নিবারণের জন্য প্রয়োজনীয় উষ্ণ পোশাকের অভাব রয়েছে। এই পরিস্থিতিতে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে খাগড়াছড়ি জেলা পরিষদ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদর ইউনিয়নের গামারীঢালা এলাকায় শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এছাড়া জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, সদস্য মো. মাহবুব আলম এবং গামারীঢালার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এসময় উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের এই উদ্যোগ স্থানীয় শীতার্ত মানুষদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
আপনার মতামত লিখুন :